অদ্য দুপুর ১ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়, মতলব উত্তর এ সকল বিভাগের বিভাগীয় প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। সভায় উপস্থিত ছিলেন জনাব বি.এ রুহুল আমিন রিমন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য অনুরোধ জানান। তিনি আরো জানান যে, জনসেবা সহজীকরণ করতে হলে সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধান ও আন্তরিকতা বৃদ্ধি করতে হবে। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস